ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের ডলারের দাম বাড়লো ১ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
বাংলাদেশ ব্যাংকের ডলারের দাম বাড়লো ১ টাকা

ঢাকা: বাংলাদেশ ব্যাংক থেকে বিক্রি করা ডলারের দর এক টাকা বাড়লো। এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কিনতে ১০০ টাকা গুনতে হবে।

ডলারের দাম বাড়ানোর বিষয়টি বুধবার (৪ জানুয়ারি) নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল উল হক।

তিনি বলেন, এটা একটি রুটিন ওয়ার্ক। বাজার সংগতিপূর্ণ করতে মাঝে মাঝে ডলারের দাম বাড়ানো হয়।

সরকারের জ্বালানি, খাদ্য, সার, কীটনাশক আমদানি করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে থেকে ডলার কেনা হয়। সে জন্য এ ডলারের ক্রেতা মূলত সরকার। এর বাইরে খাদ্যের মতো জরুরি কিছু পণ্য আমদানিতেও বেসরকারি ব্যাংক এ ডলার সংগ্রহ করে থাকে। রিজার্ভ থেকে এ ডলার বিক্রি হয়। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ বিলিয়ন ডলার। তবে ব্যবহার উপযোগী ডলার আরও ৮ বিলিয়ন কম।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে যায়। বেড়ে যায় আমদানি ব্যয়। ঘাটতি পড়ে ডলারের। এ পরিস্থিতিতে ডলার বিক্রি করে সংকট উত্তরণে উদ্যোগ নেয়। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে ডলারের দাম বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ধাপে ধাপে ডলারের মূল্য বৃদ্ধি করে বাংলাদেশ ব্যাংক।

গত বছরের এপ্রিলে ডলারের দাম ছিল ৮৬ টাকা। বাজারের সাথে সংগতিপূর্ণ করতে বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে ডলারের মুল্য বৃদ্ধি করে। গত ডিসেম্বর মাসে ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা করা হয়। এক মাস পর আরও ১ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হলো। এর ফলে গত বছরের এপ্রিল থেকে ৯ মাসে ডলারের দাম বাড়লো ১৬ শতাংশ।

এর আগে রোববার ১ জানুয়ারি রপ্তানি আয়ের ডলারে এক টাকা বৃদ্ধি করে ১০২ টাকা করে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

এবিবি ও বাফেদার সিদ্ধান্তের পর রপ্তানি আয়ের ডলারের দাম দাঁড়ায় ১০২ টাকা। আর প্রবাসী আয়ের ডলারের দাম নির্ধাররিত আছে ১০৭ টাকা।

এবিবি ও বাফেদার সিদ্ধান্তের ফলে আমদানি দায় পরিশোধে প্রতি ডলারে ৫০ পয়সা বৃদ্ধি পায়। আমদানি দায় পরিশোধে ডলারের দাম নির্ধারিত হয় প্রবাসী আয় ও রপ্তানি আয়ের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি ধরে। সে হিসাবে আমদানি দায় পরিশোধে ডলারের দাম দাঁড়ায় ১০৪ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২ 
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।