ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা আবাসিক এলাকায় আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
বসুন্ধরা আবাসিক এলাকায় আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা: বিশ্বমানের আবাসন এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বসুন্ধরা আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্প্রতি ঢেলে সাজানো হলো।  

প্রকল্প এলাকার বাসিন্দাদের নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি সম্বলিত এই নিরাপত্তা ব্যবস্থা বুধবার (৫ এপ্রিল) উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টগি সার্ভিসেস লিমিটেডের তত্ত্বাবধানে সিডনীসান ইন্টারন্যাশনাল কারিগরী সহযোগী হিসেবে এই নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিকিউরিটি বিভাগের প্রধান মেজর (অব.) মো. মাহবুবুল ওয়াদুদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকল্প হস্তান্তর করেন টগি সার্ভিসেস লিমিটেডের হেড অব অপারেশন মোহাম্মদ উজ্জ্বল মোল্লা এবং সিডনীসান ইন্টারন্যাশনালের সিইও সাগর টিটো।  

এ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।