ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একদিনের ব্যবধানেই হাজার টাকা দরের কাঁচামরিচ ১০০ টাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
একদিনের ব্যবধানেই হাজার টাকা দরের কাঁচামরিচ ১০০ টাকায়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের দ্বিগুবাবুর বাজারে কাঁচামরিচ অতিরিক্ত দামে বিক্রির খবরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসময় অভিযানের খবরে ২৫০ টাকার কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায় ব্যাবসয়ীদের।

অথচ গতকালই এই বাজারে কাঁচামরিচের কেজি ছিল এক হাজার টাকা।

সোমবার (৩ জুন) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।

ক্রেতারা জানান, কিছুক্ষণ আগেও ২৫০ টাকা দরে এরাই কাঁচামরিচ বিক্রি করছিলেন। তবে পুলিশের অভিযানের খবরে শাস্তি থেকে বাঁচতে কম দামে কাঁচামরিচ বিক্রি করছেন তারা।

এসময় কম দামে কাঁচামরিচ কিনতে ক্রেতারাও দোকানগুলোতে ব্যাপক ভিড় জমান।

মরিচ কিনতে আসা আফতাব হোসেন জানান, গতকালকেও এক হাজার টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছিল। আজকে বাজারে এসে দেখলাম ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এখন দেখলাম দাম কম তাই এক কেজি কিনে নিয়েছি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।