ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই-বিবিএসের মধ্যে সমঝোতা স্মারক সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এফবিসিসিআই-বিবিএসের মধ্যে সমঝোতা স্মারক সই

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এফবিসিসিআই) তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। যা বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের জন্য কার্যকর পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

একইভাবে, নির্ভরযোগ্য এবং হালনাগাদ করা পরিসংখ্যান তৈরিতে বিবিএসকে শিল্প ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করার ক্ষেত্রে সহযোগিতা করবে এফবিসিসিআই।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে এই বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই এবং বিবিএস।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, এসডিজি অর্জন এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হতে গেলে জরুরি একটি উপাদান হলো হালনাগাদ করা তথ্য ও পরিসংখ্যান। অথচ দেশে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সহজলভ্য নয়। ফলে বাজারে নতুন কোনো শিল্প পণ্য আনার আগে সঠিকভাবে বাজার যাচাই বাছাই করাও সম্ভব হয় না। নতুন বিনিয়োগ বা ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণেও বেগ পেতে হয় উদ্যোক্তাদের।

দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে হলে গতানুগতিক অনুশীলন থেকে বেড়িয়ে আসতে হবে। নির্ভরযোগ্য ও হালনাগাদ করা তথ্যের সরবরাহ নিশ্চিত করতে না পারলে নতুন উদ্যোক্তা এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যাবে না বলেও মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি।

বর্তমান প্রেক্ষাপটে তথ্য প্রবাহের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে নির্ভুল হালনাগাদ করা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সরবরাহের সক্ষমতা আরও উন্নত করার আহ্বান জানান মো. জসিম উদ্দিন। এই সমঝোতা স্মারক সই করার মাধ্যমে দেশের বেসরকারি খাত উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমান জানান, এফবিসিসিআই বেসরকারি খাতের প্রথম কোনো প্রতিষ্ঠান, যারা তথ্য দেওয়া-নেওয়ার জন্য পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে সমঝোতা স্মারক সই করল। এই উদ্যোগের মাধ্যমে বিবিএসের তথ্য ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মো. মতিয়ার রহমান বলেন, বিবিএসকে তথ্য সরবরাহ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে না। কারণ বিবিএস সরাসরি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ করে না। বরং সেসব তথ্য বিশ্লেষণ করে সূচক আকারে তা প্রকাশ করা হয়। এ সময় সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে বেসরকারি খাতের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, পরিচালকরা, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাম্বাসেডর মসয়ূদ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।