ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সীমান্তহাটের জায়গা দেখতে ভোলাহাটে ভারতীয় সহকারী হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
সীমান্তহাটের জায়গা দেখতে ভোলাহাটে ভারতীয় সহকারী হাইকমিশনার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ ও ভারতের যৌথ সীমান্তহাটের জন্য প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

প্রথমবারের মতো জেলায় সীমান্তহাট চালু হচ্ছে শুনে জেলাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

উপজেলার হোসেন ভিটা এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তে ১৯৯, ৩ এস পিলারের কাছে এ হাট বসবে বলে জানা গেছে।  

মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১২টায় রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার এ হাটের জায়গা পরিদর্শনে আসেন।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, ভারতের কৃষ্টপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এপি নিগেল, চাঁনশিকারি কোম্পানি কমান্ডার সুবেদার মুখলেস, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী শাহসহ অন্যরা।

এদিকে জেলায় প্রথমবারের মতো ভোলাহাটে সীমান্তহাট চালু হবে এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোলাহাটবাসী।  

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন প্রতিক্রিয়ায় জানান, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব ও ব্যবসায়ীবান্ধব সরকার। উভয় দেশের জনগণের স্বার্থে সীমান্তে হাট বসলে এলাকার পাশাপাশি ভারতের জনসাধারণও উপকৃত হবে। বিশেষ করে বর্তমান ডলার সংকটের সময় এ হাটটি দুই দেশের মুদ্রায় লেনদেন হলে জনসাধারণ উপকৃত হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।