ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি আমীন হেলালী।
বুধবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ২০২৩-২৫ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেম্বার গ্রুপ থেকে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র খাইরুল হুদা চপল, গাজীপুর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র আনোয়ার সাদাত সরকার, বাংলাদেশ চেম্বার্স অব ইন্ড্রাস্টিজর যশোধা জীবন দেবনাথ।
অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শমী কায়সার, মেইজ অ্যাসোসিয়েশনের রাশেদুল হোসাইন চৌধুরী, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মুনির হোসেন।
নির্বাচনে সভাপতিসহ সবগুলো পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। সভাপতি পদে নির্বাচিত হন মাহবুবুল আলম। তিনি বর্তমানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির পদে দায়িত্ব পালন করছেন।
এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে ২০২৩-২৫ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করবেন মাহবুবুল আলম। প্যানেল ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্বে আছেন তিনি।
এর আগে ৩১ জুলাই সমঝোতায় নির্বাচিত ও মনোনীত ৫৫ পরিচালক এ প্যানেলের পক্ষের। যদিও অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের নির্বাচনে প্রভাবশালী এ প্যানেলের ভরাডুবি হয়।
১৫ পদে বিজয়ী হয়ে চমক দেখায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। তবে সভাপতি পদের পাশাপাশি জ্যেষ্ঠ সহসভাপতি ও ছয়জন সহ সভাপতিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এতে শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতেই মূল নেতৃত্ব নির্বাচিত হলো।
আগামী মেয়াদে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি পদ পেয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির প্রতিনিধি মো. আমীন হেলালী। তিনি এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদেরও সহ সভাপতি ছিলেন।
নির্বাচিত সহ সভাপতিদের মধ্যে শমী কায়সার ও রাশেদুল হোসেন চৌধুরী সোমবারের (৩১ জুলাই) ভোটে পরিচালক পদে বিজয়ী হয়েছিলেন। অন্যরা মনোনীত কিংবা সমঝোতার ভিত্তিতে পরিচালক পদ পেয়েছেন। এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এ মতিন চৌধুরী। এছাড়া এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এমকে/এএটি