ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মহাত্মা গান্ধীর জন্মদিন: ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
মহাত্মা গান্ধীর জন্মদিন: ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সাতক্ষীরা: মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানা গেছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন ভারতে সরকারি ছুটি হিসেবে ঘোষিত। এ কারণে সোমবার ভোমরা-ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন অফিস খোলা রয়েছে। পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারছেন।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।