ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন সরকারের সঙ্গে নতুনভাবে আমাদের কাজ শুরু হয়েছে: চীনা রাষ্ট্রদূত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
নতুন সরকারের সঙ্গে নতুনভাবে আমাদের কাজ শুরু হয়েছে: চীনা রাষ্ট্রদূত

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান অর্থমন্ত্রী আমাদের পুরোনো বন্ধু।

তিনি আগে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনো তিনি আমাদের সম্পর্ক এগিয়ে নিয়েছিলেন।  

রোববার (২১ জানুয়ারি) দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। রাজধানীর আগারগাঁওয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে নতুনভাবে আমাদের কাজ শুরু হয়েছে। এজন্য আজ অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে নতুন অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে সামনের দিনে।  

এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আমি চীনে অনেকবার গিয়েছি। দেখা যাক কী করা যায়।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।