ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিটিতে চালু হচ্ছে ‘মোবাইল সিটি’ ও ‘এপারেল কর্নার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
বসুন্ধরা সিটিতে চালু হচ্ছে ‘মোবাইল সিটি’ ও ‘এপারেল কর্নার’

ঢাকা: বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘মোবাইল সিটি’। এখানে পাওয়া যাবে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মোবাইল ফোন সেট ও এর সরঞ্জাম।

 

একইসঙ্গে লেভেল ৮ এর ব্লক এ-তে সম্পূর্ণ নতুন আঙ্গিকে চালু হচ্ছে অত্যাধুনিক ফ্যাশন হাউজগুলো নিয়ে ‘এপারেল কর্নার’।  

২৮ জানুয়ারি রোববার বিকেল ৩টায় বসুন্ধরা সিটি শপিং মলে ‘মোবাইল সিটি’ ও ‘এপারেল কর্নার’ আনুষ্ঠানিকেভাবে চালু হবে।

জানা গেছে, মোবাইল সিটিতে থাকছে ১৮১টি শপ। আর এসব শপে আইফোন, স্যামসাং, অপো, ভিভো, শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, অরাইমোসহ সব ব্রান্ডের লেটেস্ট মডেলের ফোন সেট ও এর সরঞ্জাম পাওয়া যাবে।

আর এপারেল কর্নারে থাকছে ফ্রীল্যান্ড, ক্লাবহাউজ, সেইলর, ভোগ বাই প্রিন্স, আরটিসান, মেন্স ওয়ার্ল্ড, ইনফিনিটি মেগা মল, ইক্সটাসি, স্প্লাশ ব্র্যান্ডের শপ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।