ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলিতে সপ্তাহ ব্যবধানে অর্ধেক দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
হিলিতে সপ্তাহ ব্যবধানে অর্ধেক দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ

দিনাজপুর: কমেছে কাঁচা মরিচের দাম। দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

স্থানীয় পর্যায়ে ভালো উৎপাদন ও সরবরাহ থাকায় কাঁচা মরিচের দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে কাঁচা মরিচের দাম। ৬০ টাকা কেজি দরের মরিচ খুচরা বাজারে বর্তমান বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়।

কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতারা জানান, বর্তমান সব ধরনের সবজির দাম একটু চড়া। তবে কাঁচা মরিচের দাম একেবারে কম। ৩৫ টাকা কেজি দরে এক কেজি কিনলাম। গত এক সপ্তাহ আগেও ৬০ টাকা কেজি দরে কিনেছিলাম।  

পাঁচবিবি ও বিরামপুর হাট থেকে কাঁচা মরিচ পাইকারি দরে কিনে আনছেন হিলির ব্যবসায়ীরা।  

হিলি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে কাঁচা মরিচের দাম কমছে। আমরা ৩৫ টাকা কেজিতে কাঁচা মরিচ খুচরা বিক্রি করছি। এ মরিচ পাঁচবিবি আর বিরামপুর থেকে ৩০ থেকে ৩২ টাকা কেজি হিসেবে পাইকারিতে কিনে আনছি।

দিনাজপুরের অন্যতম বাজার বাহাদুর বাজারেও কমেছে কাঁচা মরিচের দাম। জাত ভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। মরিচের দাম সহনীয় পর্যায়ে থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
আরএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।