ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থবছরের প্রথম ৬ মাসে মোবাইলে লেনদেন ৬৮১০৯২ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
অর্থবছরের প্রথম ৬ মাসে মোবাইলে লেনদেন ৬৮১০৯২ কোটি টাকা

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে মোট ছয় লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ কথা জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর) মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে মোট পাঁচ লাখ ৪৫ হাজার ৫২২ কোটি টাকা লেনদেন হয়।

২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে (১ জুলাই হতে ৩০ ডিসেম্বর) মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে মোট ছয় লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকা লেনদেন হয়েছে।  

২০২২-২০২৩ অর্থবছরের ওই লেনদেনের তুলনায় ২০২৩-২০২৪ অর্থবছরের একই সময়ে মোট লেনদেন করা অর্থের পরিমাণ এক লাখ ৩৫ হাজার ৫৭০ কোটি টাকা বা ২৪ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।