ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘বসুন্ধরার পণ্যের মান ভালো, ট্রাক সেলে কম দামে পেয়ে কিনে নিলাম’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
‘বসুন্ধরার পণ্যের মান ভালো, ট্রাক সেলে কম দামে পেয়ে কিনে নিলাম’ ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি স্থানে ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে ৩১টি পণ্য বিক্রি শুরু করেছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজারেও ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করা হয়। কারওয়ান বাজারের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। আর অনুষ্ঠানস্থলে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস।  

উদ্বোধনের আগে থেকেই কারওয়ান বাজার এলাকায় কম আয়ের মানুষ বসুন্ধরার সাশ্রয়ী মূল্যের পণ্য কেনার জন্য জড়ো হতে থাকে। উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে ৩১টি পণ্য বিক্রি শুরু হয়।  

যেসব পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন ক্রেতারা
সাশ্রয়ী মূল্যের ট্রাক থেকে ক্রেতারা প্রতি লিটার সয়াবিন তেল ১৬০ টাকা, দুই লিটারের বোতল ৩২০ টাকা, ৩ লিটারের বোতল ৪৮০ টাকা, ৫ লিটারের বোতল ৭৮৫ টাকা, ৮ লিটারের বোতল ১২৫৫ টাকা, সরিষার তেল প্রতি লিটার ২৫০ টাকা, আটা ১ কেজি ৪৫ টাকা, ময়দা এক কেজি ৫৮ টাকা, সুজি ২৫০ গ্রাম ১৮ টাকা, মসুর ডাল এক কেজি ১৩৮ টাকা, চিনিগুঁড়া চাল প্রতি এক কেজি ১৪২ টাকায় কিনতে পারবেন।

ভামিসিলি সেমাই ২০০ গ্রামের প্রতি প্যাকেট ৩০ টাকা, লাচ্ছা সেমাই ২০০ গ্রামের প্যাকেট ৩৫ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুডলস ১৫০ গ্রামের প্যাকেট ২২ টাকা, পান্ডা অথেন্টিক চাইনিজ নুডলস ৩০০ গ্রামের প্যাকেট ৫০ টাকা, সি-শেল পাস্তা ২০০ গ্রামের প্যাকেট ৩৮ টাকা, ম্যাকারনি অ্যাসরটেড ২০০ গ্রামের প্যাকেট ৩৫ টাকায় নিতে পারবেন ক্রেতারা।

এছাড়া মসলা পণ্যের মধ্যে হলুদ ৫০০ গ্রামের প্রতি প্যাকেট ১৮০ টাকা, মরিচ ৫০০ গ্রামের প্যাকেট ৩২০ টাকা, ধনিয়ার গুঁড়া ৫০০ গ্রামের প্যাকেট ৫৫ টাকা, জিরার গুঁড়া ৫০০ গ্রামের প্যাকেট ৭৪০ টাকা, রোস্টের মসলা ৩৫ গ্রামের প্যাকেট ৫৫ টাকা, মুরগির মসলা ১০০ গ্রামের প্যাকেট ৬৫ টাকা, বিরিয়ানি মসলা ৪০ গ্রামের প্যাকেট ৫০ টাকা, গরুর মাংসের মসলা ১০০ গ্রামের প্যাকেট ৭০ টাকা, কাবাবের মসলা ৫০ গ্রামের প্যাকেট ৭০ টাকা, বোরহানি মসলা ৫০ গ্রামের প্যাকেট ৩২ টাকা, চটপটি মসলা ৫০ গ্রামের প্যাকেট ৩২ টাকা, বসুন্ধরা চা (প্রিমিয়াম) ২০০ গ্রামের প্যাকেট ৮৫ টাকা এবং বসুন্ধরা প্রিমিয়াম টি ব্যাগ ১০০ গ্রামের প্যাকেট ৬৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

ট্রাক সেলের দায়িত্বপ্রাপ্ত বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

খুশি কম আয়ের মানুষ
সাশ্রয়ী দামে এসব নিত্যপণ্য বিক্রি শুরু হওয়ায় কম আয়ের শ্রমজীবী মানুষ বেশ খুশি। তারা তেল, আটা, নুডলস, মসুরের ডাল ও বিভিন্ন রকম মসলা লাইন ধরে কিনছেন ট্রাক সেল থেকে। তাদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, গাড়িচালক, রিকশা-ভ্যানচালকসহ দিন এনে দিন খাওয়া মানুষও রয়েছেন।

কারওয়ান বাজারের এ ট্রাক সেলে পণ্য কিনতে এসেছেন রবিউল ইসলাম। তিনি এখানেই ক্ষুদ্র ব্যবসা করেন। তার যে আয় তা দিয়ে বাজারের বাড়তি দামের পণ্য কিনে সংসার চালানো কষ্টকর।  

রবিউল বলেন, বসুন্ধরার সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি কেন্দ্র থেকে তেল কেনার ফলে কিছু টাকা বেচেছে (সাশ্রয়)। সকালে বাজার করতে বের হয়ে বসুন্ধরার তেল পেয়ে গেলাম। এখন অন্যান্য পণ্য কিনবো।

কম দামে নিত্যপণ্য বিক্রি দেখে টুকরি হাতে দাঁড়িয়ে ছিলেন আরিফুর রহমান। তিনি বলেন, বাজারে তো এসব পণ্যের দাম বেশি। এখানে কম দামে তেল ও ডাল কিনতে পাওয়া যায়। আমিও কিনবো এসব পণ্য।

বসুন্ধরার ট্রাক সেল থেকে নুডলস কিনেছেন প্রাইভেট গাড়ির চালক ইমদাদুল হক। তিনি বলেন, ছেলে-মেয়ের জন্য নুডলস কিনতে হয়। এখানে বসুন্ধরার নুডলস বিক্রি হচ্ছে দেখে কিনলাম। এমনিতেই বসুন্ধরার পণ্যের মান ভালো, তারপর কিছুটা কম দাম, এ জন্য কিনে নিলাম।

অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, বসুন্ধরার ট্রাক সেলের মাধ্যমে কম আয়ের মানুষ কিছুটা সুবিধা পাবে। আমাদের ডিজি মহোদয় বসুন্ধরায় কেন্দ্রীয়ভাবে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন করেছেন। সেখানে তিনি যেমনটা বলেছেন, সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির জন্য বসুন্ধরা গ্রুপ যেভাবে এগিয়ে এসেছে অন্যান্য শিল্প গ্রুপও এগিয়ে এলে যারা অন্যায়ভাবে নিত্যপণ্যের দাম বাড়ায় তার ভয় পাবে। কম আয়ের সাধারণ মানুষও পণ্য কেনার ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবে।

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের (স্পেশাল সেলস মনিটারিং) ডিজিএম শফিকুল ইসলাম বলেন, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করছি, যাতে কম আয়ের সাধারণ মানুষ নিত্যপণ্য কেনার ক্ষেত্রে কিছুটা সুবিধা পায়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (অভিযোগ) মো. মাসুম আরেফিন, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের (স্পেশাল সেলস মনিটারিং) সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ রবিউল ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ১৬, ২০২৪
জেডএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।