ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দীর্ঘ ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ২৩, ২০২৪
দীর্ঘ ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু 

দিনাজপুর: দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। তীব্র তাপদাহ আর আমদানি বন্ধ থাকায় অস্থির কাঁচা মরিচের বাজার।

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।  

আশা বাণিজ্যালয় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম দিনে ১০ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি করেছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কাঁচা মরিচ বোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।  

আমদানিকারক প্রতিষ্ঠান আশা বাণিজ্যালয়ের প্রতিনিধি মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র তাপদাহের কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে কয়েক দফায় কাঁচা মরিচের দাম বেড়েছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে ঢাকার খামারবাড়ি থেকে অনুমতি পাবার পর আজ থেকে আমদানি শুরু হয়েছে। আশা করছি, কাঁচা মরিচের দাম দ্রুতই কমে যাবে।

জানা গেছে, আমদানি করা এসব কাঁচা মরিচ প্রতি টনের জন্য ২০০ ডলার খরচ হয়েছে। পাশাপাশি প্রতি কেজি কাঁচা মরিচের জন্য ৩৫ টাকা শুল্ক পরিশোধ করতে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।