ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেট অধিবেশনে সভাপতিমণ্ডলী মনোনীত হলেন যারা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ৫, ২০২৪
বাজেট অধিবেশনে সভাপতিমণ্ডলী মনোনীত হলেন যারা

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (৫ জুন) এ অধিবেশন শুরুর পর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।

মনোনীত পাঁচ সদস্যরা হচ্ছেন, ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, মোহাম্মদ শাহাব উদ্দিন, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন।  

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিমণ্ডলীর মনোনীত এই সদস্যরা অধিবেশনে সভাপতিত্ব করবেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
এসকে/এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।