ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
১০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

ঢাকা: ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ১২.২৯ শতাংশে নেমে এসেছে, যা গত দশকের মধ্যে সর্বনিম্ন।

গত বছর এ হার ছিল ১৭.০৬ শতাংশ, এবং এর আগের বছর ছিল ১৮.৪১ শতাংশ।

গত ১০ বছরে দ্বিতীয় সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হার ২০১৫-১৬ অর্থবছরে ছিল ১৬.৮৪ শতাংশ।

রোববার (১৫ ডিসেম্বর) বাস্তবায়ন মনিটরিং ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এতথ্য জানা গেছে।

আইএমইডি তথ্য অনুযায়ী, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন মনিটরিং ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি)তথ্য অনুযায়ী, সরকারি সংস্থাগুলি মোট ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকার বরাদ্দ থেকে ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় করেছে।

আইএমইডি কর্মকর্তাদের মতে, অনেক চলমান এবং নতুন প্রকল্পের জন্য বরাদ্দের টাকা কমিয়ে দেওয়ার কারণে এডিপি বাস্তবায়ন ধীর হয়ে গেছে। এছাড়া নতুন সরকার ক্ষমতায় আসার পর অনেক ঠিকাদার প্রকল্প ছেড়ে চলে যাওয়ায় এডিপি বাস্তবায়ন আরও কমে গেছে।

আইএমইডি সূত্রে জানা গেছে, জুলাই-নভেম্বর পর্যন্ত ঘরোয়া উৎস থেকে ১৯,৪১১ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১,৪০৭ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩,৩৯৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪

এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।