ঢাকা: দেশের আর্থসামাজিক পরিস্থিতিতে আবাসন খাতসহ সিমেন্ট শিল্প বাধাগ্রস্ত হওয়ায় শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের বিগত ২০২৩-২০২৪ অর্থবছরে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য শূন্য লভ্যাংশ অনুমোদন করেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ৩২তম সাধারণ সভায় কোম্পানির বার্ষিক বিবরণী, আর্থিক হিসাব ও পরিচালক মণ্ডলীর প্রতিবেদন অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী।
আলোচনায় পরিচালকরা জানান, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে এ বছর লভ্যাংশ দেওয়া সম্ভব হয়নি। তবে তারা আশা প্রকাশ করেছেন যে, আগামী বছরগুলোতে কোম্পানি তার অগ্রগতি অব্যাহত রাখতে সক্ষম হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য আরও ভালো ফলাফল আনতে পারবে।
লিখিত বক্তব্যে ময়নাল হোসেন চৌধুরী বলেন, বিগত ২০২৩-২৪ অর্থবছর দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক স্থবিরতা বিরাজমান ছিল। দেশের সার্বিক আর্থসামাজিক অবস্থায় নেতিবাচক প্রভাব অন্যান্য শিল্পের পাশাপাশি সিমেন্ট শিল্পেও পড়েছে। নির্মাণ ও আবাসন শিল্পখাত বাধাগ্রস্ত হওয়ায় সিমেন্ট শিল্প সামগ্রীর বাজারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিগত অর্থ বছরের প্রায় পুরোটা সময়জুড়ে এ পরিস্থিতি বিরাজমান থাকায় ভৌত অবকাঠামো নির্মাণশিল্পের অনুষঙ্গ সিমেন্টের বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ফলশ্রুতিতে সিমেন্ট শিল্পখাতে প্রবৃদ্ধির হার আলোচ্য সময়ে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির পরিচালক।
তিনি বলেন, অর্থনৈতিক স্থবিরতায় কোম্পানির উৎপাদন থেকে শুরু করে বিক্রয় এবং স্বাভাবিক কাজ উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হয়েছে। ফলে আলোচ্য আর্থিক বছরে কোম্পানির পরিচালন লাভ সত্ত্বেও ব্যবসায়িক নিট ক্ষতি হয়েছে। ফলে পরিচালক মণ্ডলী আলোচ্য আর্থিক বছরে কোনো প্রকার লভ্যাংশ প্রস্তাব না করার সিদ্ধান্ত নিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন মেঘনা সিমেন্ট মিলসের উপব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান, নিরপেক্ষ পরিচালক মোহাম্মদ নুরুল করিম, ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান এবং সিনিয়র ডিএমডি মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন প্রধান অর্থ-কর্মকতা মোহম্মদ কামরুল হাসান, প্রধান কর্মকর্তা (অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং নাসিমুল হাই, এফসিএস, কোম্পানি সচিবসহ কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষকরা। সভায় পর্যবেক্ষক হিসেবে সংযুক্ত ছিলেন বিএসসি, ডিএসসি, সিএসসি-এর প্রতিনিধিরা।
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ৩২তম বার্ষিক সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
ইএসএস/এসএএইচ