ঢাকা: ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভের মধ্যেই বাড়তি ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এনবিআর মূসক আইন-বিধির দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান মুন্সি এ ঘোষণা দেন।
তিনি বলেন, মূল্য সংযোজন কর মূসক ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। রেস্তোরাঁ ও দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে। রেস্তোরাঁর ক্ষেত্রে আগে যে ৫ শতাংশ মূসক প্রযোজ্য ছিল সেটাই থাকবে।
তিনি বলেন, সম্পূরক কর ও অন্যান্য কর বাড়ানোর যে কথা বলা হয়েছে তা রেস্তোরাঁ ও হোটেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইতিমধ্যে এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আজকের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হবে।
এনবিআর-এর এই কর্মকর্তার এই ঘোষণার ফলে রেস্তোরাঁর ক্ষেত্রে আগে যে ৫ শতাংশ প্রযোজ্য ছিল, আবার সেই জায়গায় ফিরে গেল।
এর আগে মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে মানববন্ধনের ডাক দেয় রেস্তোরাঁ ও হোটেল মালিক-কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
জেডএ/এসএএইচ