ঢাকা: মানুষের তীব্র সমালোচনার মুখে ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল ফোন সেবাসহ বেশ কিছু পণ্য ও সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২২ জানুয়ারি) এ বিষয়ে ৪টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ নিশ্চিত করেছেন।
এর আগে রেস্তোরাঁ, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ওপর থেকে ভ্যাট বৃদ্ধির আদেশ প্রত্যাহার করা হয়।
প্রজ্ঞাপনে ওষুধ শিল্পের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার ২.৪% বলবৎ করা হয়েছে।
প্রজ্ঞাপনে মোবাইল ফোন ও আইএপি সেবার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, দেশের ডিজিটাইজেশন কার্যক্রম চালু রাখতে মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে দেওয়া সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া বর্ধিত ভ্যাট কমানোর তালিকায় রয়েছে নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক ছাড়া অন্যান্য পোশাক বিপণনের ওপর থেকেও অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
রেস্তোরাঁ মালিক-শ্রমিকদের প্রতিবাদের মুখে এর আগে রেস্তোরাঁর ক্ষেত্রে থ্রি স্টার, ফোর স্টার, ফাইভ স্টার ছাড়া অন্যান্য রেস্তোরাঁর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়। এর ফলে রেস্টুরেন্টে খাবারের মূল্য বৃদ্ধি হবে না।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
জেডএ/এমজেএফ