ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান কলম বিরতি কর্মসূচি সাময়িক স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
অর্থ উপদেষ্টাসহ আরও কয়েকজন উপদেষ্টার সঙ্গে বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় মন্ত্রণালয়ে বৈঠকের প্রতিশ্রুতিতে কর্মসূচি স্থগিত করেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনবিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শুল্ক ক্যাডারের উপ-কমিশনার ইমাম গাজ্জালি। এ সময় আরও ছিলেন ডেপুটি কমিশনার সাইদুর রহমান ও মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, তারা সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অর্থ উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে কাস্টম ও ট্যাক্সের ছয়জন করে কর্মকর্তাকে ডাকা হয়েছে। বৈঠকে তরুণ কর্মকর্তাদের গুরুত্ব দেওয়া হলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
তারা জানান, বৈঠকের আহ্বানে কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। বৈঠকে আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলনকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে। এই আন্দোলন পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সৃষ্টি, এমন গুজব ছড়ানোর অপচেষ্টাও দেখা যাচ্ছে।
কদিন আগেই এনবিআর বিলুপ্ত করে দুটি ডিভিশন গঠন করে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর কর্মকর্তারা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ‘ গঠন করে কলম বিরতি শুরু করেন। সর্বশেষ সোমবারও তারা কর্মসূচি পালন করছিলেন।
ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে, অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসনের সংস্কার নিশ্চিত করা।
জেডএ/আরএইচ