ঢাকা: যশোর ও কক্সবাজারে ১০তলা বিশিষ্ট দুটি হাসপাতাল ভবন নির্মাণের ব্যয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। একইসঙ্গে কুমিল্লার পুলিশ লাইনের ভবণ নির্মাণে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় ১০তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেড, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ২৩৭ কোটি ৯৩ লাখ ৮২ হাজার ১৮৩ টাকা।
বৈঠকে যশোর জেলায় ১০তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। যৌথভাবে এইচএসএল ও আরসিসিএল প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ২৩১ কোটি ৯৫ লাখ ২ হাজার ১২৮ টাকা।
এ ছাড়া বৈঠকে কুমিল্লাস্থ পুলিশ লাইন এলাকায় ১৫তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে টিবিইএল, এসটিআই ও টিইসি পায়।
প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৬৫ কোটি ৯৮ লাখ ১ হাজার ৬১ টাকা। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় ফাউন্ডেশনের ড্রইং সংশোধন হওয়ায় টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস বা বৃদ্ধি হয়। ফলে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৬ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৩৮৪ টাকা ব্যয় বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার।
জিসিজি/আরবি