ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিপিসি’র ১৯ লাখ টাকা মুনাফা অর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১০

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) গত অর্থবছরে ১৯ লাখ টাকা মুনাফা অর্জন করেছে।

গত চার বছরে লোকসান গোনার পর ২০০৯-২০১০ অর্থবছরে বিপিসি এ লাভের মুখ দেখলো।



মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনগণের কাছে বিপিসি এ মুনাফা অর্জনের তথ্য তুলে ধরে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষ ব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি এ মুনাফা অর্জনে সক্ষম হয়েছে।

২০০৮-২০০৯ অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ১ কোটি ৯৪ লাখ টাকা। অপরদিকে ২০০৭-২০০৮ অর্থবছরে প্রতিষ্ঠানটি লোকসান দেয় ১ কোটি ৫৫ লাখ টাকা।

উল্লেখ্য, ২০০৬ সালের আগে বিপিসি ছিল একটি লাভজনক প্রতিষ্ঠান। সে সময় এ প্রতিষ্ঠানে নিয়মিত মুনাফা অর্জিত হতো।
   
বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৫৫, জুলাই ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।