ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: সোনালী ব্যাংকের লোকাল অফিসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ব্যাংকটির ছয়টি শাখা থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি হয়।

এর মধ্যে লোকাল অফিস থেকে হয়েছে ৬০০ কোটি টাকা। এ অভিযোগ অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংস্থাটির উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- সোনালী ব্যাংকের লোকাল অফিসের সিনিয়র অফিসার জাহাঙ্গীর হেলাল, অফিসার (আমদানি শাখা) মো. মোশাররফ হোসেন ও এক্সিকিউটিভ অফিসার মো. জাকির হোসেন।

এর আগে গত ১৪ ডিসেম্বর ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ দেয় দুদক।

দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংকের লোকাল অফিস থেকে ৬০০ কোটি টাকা, বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা থেকে প্রায় তিন কোটি টাকা, বঙ্গবন্ধু এভিনিউ করপোরেট শাখা থেকে ২৫০ কোটি টাকা, আগ্রাবাদ করপোরেট শাখা থেকে প্রায় ৪০০ কোটি টাকা, চট্টগ্রামের লালদীঘি ও নারায়ণগঞ্জ করপোরেট শাখা থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণের নামে লোপাট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।