ঢাকা: রাঁধুনিদের জন্য সুখবর! আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আটা, ময়দা, সুজি, নুডুলস ও লবনসহ ৪৫০ টাকার একটি প্যাকেজে ৫০ টাকা ছাড় দিচ্ছে ইফাদ ফুড লিমিটেড।
আরও ৫টি প্যাকেজ ছাড় দিচ্ছে কোম্পানিটি।
এছাড়াও ইফাদের স্টলে রয়েছে বিভিন্ন গেমস খেলার সুযোগ। ১০০ থেকে ৩০০ টাকার প্যাকেজে যেকোন একটি গেমস এবং ৫০০ টাকার প্যাকেজে ২টি গেমস খেলার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ছোট্ট সোনামনি থেকে বড়রাও ইফাদ পণ্য কিনে গেমস খেলার অফার লুফে নিচ্ছেন।
ইফাদ প্যাভিলিয়ানের (১৮) ইনচার্জ ও কোম্পানির এক্সিকিউটিভ একাউন্টস মো. রাশেদুল ইসলাম বলেন, চিপস, নুডুলস ও কেক ছয়টি কিনলে একটি করে ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন বিস্কুটের প্যাকেট কিনলে খেলার সুযোগ দিচ্ছি আমরা।
গেমস খেলেও বিভিন্ন পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান রাশেদুল ইসলাম। তিনি আরও জানান, পুরো প্যাভিলিয়ান জুড়ে সাজানো রয়েছে ইফাদের বিভিন্ন খাদ্য পণ্যসামগ্রী। প্যাভেলিয়ানটিতে কাজ করছেন প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারী।
গত বছরের তুলনায় এ বছর ক্রেতার সংখ্যা কম বলেও জানান রাশেদুল। তিনি বলেন, অবরোধের কারণে এখনও লাভজনক পর্যায়ে যেতে পারিনি আমরা। তবে রাজনৈতিক স্থিতিশীলতা এলে মেলায় ক্রেতারা আসবে।
১৯৮৫ সাল থেকে অটোমোবাইলের ব্যবসা শুরু করলেও ২০০৭ সালে ইফাদ ফুড লিমিটেডের বিভিন্ন খাদ্য পণ্য বাজারে আসে। কোম্পানিটির ফ্যাক্টরি আশুলিয়ায়।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
** রূপসীর রূপের বাহার নজর কেড়েছে সবার