ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টিসিবি পণ্যে ভ্যাট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
টিসিবি পণ্যে ভ্যাট প্রত্যাহার

ঢাকা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আর্জেন্টিনা থেকে আমদানি করা সয়াবিন তেলের ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
জাতীয় রাজস্ব বোর্ড’র মূসক বিভাগ’র প্রথম সচিব মোহাম্মদ ফাইজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (এসআরও) এ আদেশ জারি করা হয়েছে।


 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, টিসিবি স্বল্পমূল্যে পণ্য বিতরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।
 
টিসিবি জনসাধারণ, সরকারি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেড লাইন্সেস হোল্ডারদের জন্য আর্জেন্টিনা থেকে ২ হাজার মেট্রিক টন তেল আমদানি করেছে।
 
যেহেতু জনসাধারণের কল্যাণে এ তেল ব্যয় হবে সেজন্য এর ওপর আরোপিত ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।