পঞ্চগড়: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।
আমদানি হওয়া কিছু পণ্য (পাথর ও কয়লা) খালাস হলেও পরিবহন সমস্যার কারণে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।
১০ দিনের টানা অবরোধের কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভূটান থেকে পণ্যবাহী ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দর ইয়ার্ডে আসে। পণ্য আমদানি করা হলেও অবরোধের কারণে পুরোপরি বন্ধ হয়ে গেছে রপ্তানি কার্যক্রম।
এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্যবাহী প্রায় শতাধিক ট্রাক টানা অবরোধের কারণে বন্দর এলাকায় আটকা পড়ে আছে। যথাসময়ে এসব পণ্য আনলোড করতে না পারায় ও পরিবহন সংকটের কারণে গন্তব্যে না পৌঁছায় লোকসান গুণছেন আমদানিকারকরা।
অব্যাহত এই সংকটের কারণে পথে বসেছে বন্দর নির্ভর শ্রমিকরা। কাজ না থাকায় তারা অলস সময় কাটাচ্ছেন।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার কাজী আল তারিক বাংলানিউজকে বলেন, ২০ দলীয় জোটের অবরোধে স্থলবন্দরে মালামাল লোড আনলোডে কোনো প্রভাব পড়েনি। তবে স্থলবন্দরে পণ্যভর্তি শতাধিক ট্রাক আটকা পড়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিম রেজা বাংলানিউজকে বলেন, অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করায় পণ্যবাহী ট্রাকগুলোকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে। এতে লোকসান গুণছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫