ঢাকা: তরুণদের বাহনের তালিকায় এখন প্রথম পছন্দ সাইকেল। যানজটের এ শহরে একটি হালকা কিন্তু মজবুত দূরন্ত গতির সাইকেল আপনাকে পৌঁছে দিতে পারে নির্ধারিত গন্তব্যে সময়ের আগেই।
প্রাণ-আরএফএল এর দূরন্ত ব্র্যান্ডের এ বাইসাইকেলের স্পিড ৭১। রয়েছে শক্তিশালী ডাবল ব্রেক সিস্টেম। মুহুর্তেই সাইকেলকে থামিয়ে দিতে পারে এই ব্রেক। তবে সাইকেলের ভারের ব্যালেন্স সমান হওয়ায় পেছনের দিক সামনে ঘুরে আসবে না। আর চাকা ও বডির মধ্যে শক্তিশালী স্পিং সাইকেলের ওপরেও ফেলবে না বাড়তি চাপ।
গ্লাডিয়েটরের শক্তিশালী ও ফ্যাশনেবল বডি যেমন সাইকেলকে করেছে টেকসই, তেমনি রাস্তায় নিজের স্মার্ট রুচির পরিচয় দেয় অন্যান্যদের কাছে।
২৬ ইঞ্চি উচ্চতার এ সাইকেলটির আসন আরামের জন্যে চালক উচুঁ-নিচুঁ করে নিতে পারেন। আর ৬টি গিয়ার গতিকে করে তুলতে পারে ক্ষিপ্ত।
ছেলেদের জন্যে এ গ্ল্যাডিয়েটেরস রয়েছে লাল এবং কাল রংয়ের। দাম মাত্র ৭ হাজার ৪০০ টাকা।
এবারের ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় অন্যতম আকর্ষণ এই গ্লাডিয়েটরস। তরুণরা আগ্রহ নিয়ে দেখছে গ্লাডিয়েটরসের সব কিছু। আর গ্লাডিয়েটরস কিনলে সঙ্গে গিফট হিসেবে একটি স্মার্ট ওয়াটার বোতল দেওয়া হচ্ছে।
গ্লাডিয়েটরসসহ মোট ১০ ধরনের বাইসাইকেল নিয়ে মেলায় ৩৫ নং প্রিমিয়ার স্টলে দূরন্তের পসরা। শুধু ছেলেদের জন্যেই ৭১ স্পিডের সাইকেল থাকবে! মেয়েদের জন্যেও তাই রয়েছে এঞ্জেলিনা লেডিস। ৭১ স্পিডের এ বাইসাইকেলটির দাম পড়বে ৭ হাজার ৬৫ টাকা। সামনে রয়েছে একটি চমৎকার ঝুড়ি, পেছনে রয়েছে ভারবাহী ক্যারিয়ার।
দূরন্তের এ সাইকেলগুলোর এসেম্বেল, কনভেয়র এবং পেইন্ট হয় দেশেই। ২১ স্পিডের বাইসাইকেলের জন্যে রয়েছে এভেঞ্জার। লাল ও নীল দুটি ভিন্ন রংয়ের এ সাইকেলের দাম পড়বে ৭ হাজার ৬৫ টাকা।
এরপর রয়েছে সিঙ্গেল স্পিডের সাইকেল। এগুলো মধ্যে শক্তিশাল বডি আর একটু দীর্ঘস্থায়ীত্বের জন্যে রয়েছে দূরন্ত এক্সপ্রেস এমটিবি।
মেয়েদের জন্যে আরো তিনটি সিঙ্গেল স্পিডের সাইকেল রয়েছে দূরন্তের। পার্পল রংয়ের ক্যামেলিয়া গার্লস-২৬” পাওয়া যাবে ৫হাজার টাকায়। আর লাল রংয়ের ডেইজি গার্লস-২০” এর দামও একই।
১৬ ইঞ্চির পিংক রংয়ের ক্যামেলিয়া গার্লসের দাম পড়বে ৪ হাজার ৬৭৪ টাকা। এটা ছোটো মেয়ে শিশুদের জন্যে বিশেষ বাইসাইকেল। পেছনের চাকার সঙ্গে সাপোর্ট হিসেবে রয়েছে আরো দুটি ছোটো চাকা। যেটা সাইকেল চালনা শিখতেও সহায় হবে আপনার শিশুর।
ছেলে শিশুদের সহজ চালনার জন্যে রয়েছে ভেঞ্চুরি বয়েস। মোটা চাকা এবং পেছনের সাপোর্ট চাকা শিশুকে সাইকেল চালনায় রাখবে নিরাপদ। লাল রংয়ের এ সাইকেলটি বেশ নজর কাড়ছে শিশুদের। দামটাও হাতের নাগালে, ৪ হাজার ৬৭৪ টাকা। আরো একটু বড় শিশুদের জন্যে রয়েছে ২০ ইঞ্চির ভেঞ্চুরি বয়েজ। লাল রংয়ের এ সাইকেলটির দাম ৫ হাজার টাকা।
সব বয়সীদের জন্যে আরো রয়েছে দূরন্তের রানডাউন জেন্টস। লাল এবং কাল রংয়ের সিঙ্গেল স্পিডের এ সাইকেলের দাম ৫ হাজার ৯৮০ টাকা। আর এই সব সাইকেলের সঙ্গেই গিফট হিসেবে আকর্র্ষনীয় ওয়াটার বোতল পাচ্ছেন চালকরা।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫