ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হত্যা- জ্বালাও পোড়াও বন্ধের আহ্বান বিআইএ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
হত্যা- জ্বালাও পোড়াও বন্ধের আহ্বান বিআইএ’র

ঢাকা: হরতাল ও অবরোধকে পুঁজি করে মানুষ হত্যা ও জ্বালাও পোড়াও বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশেন (বিআইএ)।
 
শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানান বিআইএ ও বাংলাদেশ প্রাইভেট ইউনির্ভাসিটি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।


 
এতে বলা হয়, বিগত হরতাল ও অবরোধের কারণে যে ক্ষয়-ক্ষতি হয়েছে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সরকারকে আইন করার মাধ্যমে ধবংসাত্মক হরতাল বন্ধ করতে হবে। পাশাপাশি হরতাল-অবরোধ কর্মসূচির মাধ্যমে যারা নির্বিচারে মানুষ হত্যা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
 
বিজ্ঞপ্তিতে শেখ কবির হোসেনের বরাত দিয়ে বলা হয়, আগামী রোব ও সোমবার ৩৬ ঘণ্টা হরতাল কর্মসূচি ব্যবসায়ী ও নিরীহ লোকের নিরাপত্তার হুমকির কারণ হতে পারে।
 
এতে বলা হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে জোর পূর্বক নিজেদের চাহিদা পুরণের স্বভাব বর্তমান রাজনৈতিক দলগুলোর পেশা হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো হরতাল-অবরোধের ডাক দেয়। কিন্তু হরতালের প্রতি জনগণের রায় কতটুকু তার বিচার না করেই একটি জ্বালাও-পোড়াও স্বভাবের আচরণ করতে থাকে।
 
লাগাতার হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি স্কুল-কলেজ ও বিশ্ব^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চরম বিপাকে ফেলছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে উচ্চ শিক্ষার ব্যাঘাত ঘটছে। রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 
এফবিসিসিআইকে উদ্দেশ্য করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই যেহেতু ব্যবসায়িক সংগঠনগুলোর এপেক্স বডি তাই আমরা এফবিসিসিআইকে ব্যবসায়ীদের পক্ষ থেকে হরতাল-অবরোধ প্রতিকারে জোরালো কর্মসূচি দেওয়ার জন্য অনুরোধ করছি।
 
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।