ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোমবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সোমবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছবি: ফাইল ফটো

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার(২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তা বাচ্চু মিয়া বাংলানিউজকে সোমবার বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।



আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বাংলানিউজকে বলেন, ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় সেদেশের ব্যবসায়ীরা সোমবার পণ্য নিতে অনিহা প্রকাশ করেছে।

তবে, পরদিন মঙ্গলবার থেকে বন্দরে আবারো কার্যক্রম শুরু হবে। সেদিন শুধু পাথর রপ্তানি বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।