ঢাকা: জলবায়ু ট্রাস্ট ফান্ডের কর্মকাণ্ড নিয়ে হতাশা ব্যক্ত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, উই আর কনসার্ন। জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা বন্ধ হয়ে যাচ্ছে।
বুধবার (১৩ মে) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিবদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জলবায়ু ট্রাস্ট ফান্ড নিয়ে আমাদের ডেসপারেশন (হতাশ) আছে। ট্রাস্ট ফান্ডের টাকা নিয়ে নানা প্রকল্প হয়েছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের প্রকল্প বাস্তবায়ন নিয়ে সমস্যা রয়েছে। তারা এক একটি প্রকল্প হাতে নেয়, আর সেটি আলোর মুখ দেখে না। তাই আগামীতে এই ফান্ডের অর্থায়ন বন্ধ হয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এসএম/আরএম