ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মূল এডিপি ৯৭ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ১৪, ২০১৫
মূল এডিপি ৯৭ হাজার কোটি টাকা পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল

ঢাকা: চূড়ান্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৯৭ হাজার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি ব্যয় (জিওভি) সাড়ে ৬২ হাজার কোটি টাকা ও প্রকল্প সাহায্য সাড়ে ৩৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।



তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল ৩ হাজার ৯৯৬ কোটি টাকা দিয়ে মোট এডিপির আকার দাঁড়ায় এক লাখ ৯৯৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৪ মে’২০১৫) সকালে শেরে বাংলানগর পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চূড়ান্ত এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও বলেন, এবার স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ধরে এক লাখ ৯৯৬ কোটি টাকার এডিপি নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে বরাদ্দ দেওয়া অর্থ ব্যয় করা হবে। এর আগে এনইসি’র সভায় এডিপি’র জন্য সাড়ে ৯২ হাজার কোটি টাকা উত্থাপন করে পরিকল্পনা কমিশন। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী এ বাড়তি এডিপি বরাদ্দ দিয়েছেন।
 
বাড়তি সাড়ে চার হাজার কোটি টাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার উপর ভিত্তি করেই বাড়তি অর্থ বরাদ্দ দেয়া হবে। সবাই আমরা এক সঙ্গে বসবো। ’
 
তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত আরও এক হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে এটা তাদের দেওয়া হবে। এছাড়া যোগাযোগ আরও ৮০০ কোটি টাকা চায়। নৌ-পরিবহন ৩০০ কোটি টাকা অতিরিক্ত চায়।
 
দেশের কিছু এলাকা পিছিয়ে পড়েছে তাদের জন্য ২০১৫-১৬ অর্থবছরের এডিপি’র আওতায় নানা প্রকল্প গ্রহণ করবো। সারা দেশে এডিপি বাস্তবায়নের গতি আরও বাড়াবো।

এডিতে পদ্মা সেতুতে সর্বোচ্চ ৭ হাজার ৪০০ কোটি টাকার বরাদ্দ রেখে আগামী অর্থবছরের (২০১৫-১৬) জন্য   এডিপি ঘোষণা করা হয়।
 
সভা সূত্রে জানা গেছে, নতুন এডিপিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পদ্মা সেতুর গুরুত্ব বিবেচনায় পরিবহন খাতে সর্বোচ্চ ২০ হাজার ২৩৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ খাত পাবে ১৫ হাজার ৪৮৫ কোটি টাকা। নতুনভাবে আরও হাজার কোটি টাকার দাবি করেছে বিদ্যুৎ বিভাগ।

ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে দেয়া হবে তৃতীয় সর্বোচ্চ ১০ হাজার ৪৫৮ কোটি ৮৯ লাখ টাকা।

শিক্ষার প্রসার ও গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষা ও ধর্ম খাতে বরাদ্দ দেয়া হবে ১০ হাজার ৩৯ কোটি টাকা। পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে বরাদ্দ দেয়া হচ্ছে ৮ হাজার ৪৩৪ কোটি টাকা।
 
অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ১ হাজার ৩২৫ কোটি ৫৩ লাখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১ হাজার ৩৮ কোটি ৬৬ লাখ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১১৬ কোটি, আইন ও বিচার বিভাগে ৩২৯ কোটি ৩ লাখ ও বাণিজ্য মন্ত্রণালয়ে ২২০ কোটি ৩৫ লাখ টাকা এডিপি’তে বরাদ্দ রাখা হয়েছে।

২০১৪-১৫ অর্থবছরের জন্য ৮৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেয়া হয়েছিল। এর মধ্যে মূল এডিপি ৮০ হাজার ৩১৫ কোটি টাকা এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার ৫ হাজার ৬৮৫ কোটি টাকা। মূল এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) ৫২ হাজার ৬১৫ কোটি এবং প্রকল্প সাহায্য ছিল ২৭ হাজার ৭০০ কোটি টাকা। পরবর্তীতে সংশোধন করে এডিপি কমিয়ে আনা হয় ৭৫ হাজার কোটি টাকায়।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ১৪, ২০১৫/আপডেটেড- ১৫৪১ ঘণ্টা
এমআইএস/এসএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।