ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি ও ব্র্যাক ব্যাংকের করপোরেট চুক্তি সই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মে ১৪, ২০১৫
রবি ও ব্র্যাক ব্যাংকের করপোরেট চুক্তি সই সংগৃহীত

ঢাকা: বিশেষ কল রেট, কল কনফারেন্স, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি এবং ৩.৫ জি ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ভ্যালু অ্যডেড সার্ভিস উপভোগ করতে সম্প্রতি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে একটি করপোরেট চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক।

রাজধানীর গুলশানে ব্র্যাক ব্যাংকের হেড অফিসে রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমদ এবং ব্যাংকের কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ও সিএএমএলসিও এবং ইনচার্জ অব আইটি রইস উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।



বৃহস্পতিবার (১৪ মে) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইশতিয়াক মহিউদ্দিন, হেড অব কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জারা জাবীন মাহবুব, হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস নাজমুল হক জুয়েল এবং হেড অব জিএসএস জামশেদ হাসান।

রবির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার কাজী মো. ওজাইর এবং ম্যানেজার শায়েখ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘন্টা, মে ১৪, ২০১৫
আইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।