ঢাকা: অর্থনীতির সঙ্গে দেশের সংস্কৃতিকেও এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
মুজিবুল হক বলেন, সংস্কৃতিকে এগিয়ে নিতে হলে বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করতে হবে।
রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমীতে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম-বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘সার্ক চলচ্চিত্র উৎসব-২০১৫’-এর আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতির নিজস্ব ভূবন নেই। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে পারাই হচ্ছে স্বার্থকতা।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংস্কৃতিক বান্ধব। দেশের শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাংবাদিক শাবান মাহমুদ, কবি আসলাম সানি, অভিনেতা রাশেদ মোরশেদ, রেদওয়ান খন্দকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এডিএ/বিএস