ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিএল’র সিলেট অঞ্চলের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এনবিএল’র সিলেট অঞ্চলের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) সিলেট অঞ্চলের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। সিলেট আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে সম্প্রতি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরাসহ সিলেট অঞ্চলের ১৮টি শাখার ব্যবস্থাপক ও নির্বাহীরাও উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান বিগত বছর ব্যাংকের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া চলতি বছর ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি ২০১৫ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যবস্থাপক ও নির্বাহীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

গ্রাহক সেবার গুণগত মানোন্নয়ন, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন, মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।