রাজশাহী: এবার শিল্প সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে রেশমনগর রাজশাহীতে। প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কার (মোটরযান) কারখানা।
এ লক্ষ্যে শুক্রবার (২২ মে) কোরিয়ার তিন কোম্পানির ১১ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছে। রোববার (২৪ মে) প্রতিনিধি দল আসবে রাজশাহী। কারখানাটি স্থাপন হলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা এ অঞ্চলের মানুষের।
বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান এনা গ্রুপের সহযোগিতায় রাজশাহী নগরের সপুরায় অবস্থিত বিসিক শিল্প এলাকায় এ কার নির্মাণ কারখানা স্থাপন করতে যাচ্ছে উদ্যোক্তা দেশ দক্ষিণ কোরিয়া।
গাড়ির যন্ত্রাংশ আনা হবে দক্ষিণ কোরিয়া থেকে এবং সেটিং করা হবে দেশে।
এ প্রসঙ্গে এনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন বাংলানিউজকে বলেন, বিভাগীয় শহর হলেও শিল্প-বাণিজ্যে অনেক পিছিয়ে রয়েছে রাজশাহী। স্বাধীনতার পর এখানে উল্লেখযোগ্য কোনো শিল্প প্রতিষ্ঠান বা কল-কারখানা গড়ে ওঠেনি। তাই অবহেলিত রাজশাহীতে এবার বড় ধরনের শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থাপত্য প্রতিষ্ঠান এনা গ্রুপের সহযোগিতায় দক্ষিণ কোরিয়ার তিনটি কোম্পানি কার কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ড. মোসলেহ উদ্দিন।
তিনি বলেন, গত ২৬ মার্চ এনা গ্রুপের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়া সফরে যান। তারা সেখানে কার তৈরি প্রতিষ্ঠান জিনওয়া, বিএমজি ও কেআরডব্লিউ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। ফোয়াংসিটি হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোম্পানি তিনটির সঙ্গে এনা গ্রুপের এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। সে মোতাবেক দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলটি বাংলাদেশে এসেছেন।
মোসলেহ উদ্দিন আরও জানান, এ গ্রুপের চেয়ারম্যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক রাজশাহীতে এ কারখানা স্থাপনের জন্য আগ্রহ দেখান। কোরিয়া সফরে তিনি শিল্পসম্ভবনাময় উত্তরবঙ্গের বিভাগীয় শহর রাজশাহীতে কার নির্মাণ কারখানা স্থাপনের বিভিন্ন দিক সম্পর্কে কোরিয়ার কোম্পানিগুলোকে অবহিত করেন। এরই মধ্যে কারখানা স্থাপনে নগরের বিসিক এলাকা নির্বাচিত করা হয়েছে। এনা গ্রুপের নিজস্ব সম্পত্তিতে কারখানাটি স্থাপন হবে।
কারখানা স্থাপনের স্থান পরিদর্শন ও বাণিজ্যিক অন্যান্য বিষয়ে অবহিত হওয়ার জন্য কোম্পানি তিনটির ১১ জনের একটি প্রতিনিধিদল শুক্রবার বাংলাদেশে এসেছেন। দলটি শনিবার (২২ মে) সকালে ঢাকায় এনা গ্রুপের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন। পরে বিকেলেই দলটি রাজশাহীর বাগমারায় আসবেন।
রাজশাহীতে এনা গ্রুপের বিভিন্ন ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করে পরের দিন তারা রাজশাহী নগরের বিসিক এলাকার সম্ভাব্য কার তৈরির কারখানার স্থান দেখবেন। এছাড়াও রাজশাহী শহরের এনা গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করবে দলটি।
রোববার (২৪ মে) দুপুরে তারা রাজশাহী চেম্বার ভবনে স্থানীয় ব্যবসায়ী সঙ্গে মতবিনিময় করবেন। পরে এ ব্যাপারে রাজশাহীর সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করবেন।
এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোহুরা হক বাংলানিউজকে জানান, রাজশাহীতে কারখানাটি চালুর উদ্দেশ্য কেবল ব্যবসায়িক নয়। এর ফলে অনেক বেকার মানুষের কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। পাশাপাশি এটি উত্তরাঞ্চলের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। কারণ শিল্প কল-কারখানার দিক থেকে এ অঞ্চল পিছিয়ে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসএস/আইএ/এএ