ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুরে অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নিয়ে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ২৩, ২০১৫
রংপুরে অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নিয়ে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চল প্রধান এবং শাখা ব্যবস্থাপকদের নিয়ে ‘কি পারফরসেন্স ইনডিকেটর’ শীর্ষক আলোচনা সভা শনিবার (২৩ মে’২০১৫) সকালে রংপুর ব্যবস্থাপক সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক চেয়ারম্যান ড. জায়েদ বখত।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদ।

বক্তব্য রাখেন উপ-ব্যবস্থনা পরিচালক মিজানুর রহমান, মহাব্যবস্থাপক রংপুর ও রাজশাহী জোন কল্পনা সাহা প্রমুখ। এতে রংপুর অঞ্চলের ৬৪ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন।

পরে ব্যাংক চেয়ারম্যান ড. জায়েদ বখত জেলার তারাগঞ্জ উপজেলা ব্যাংকের অর্থায়নে নির্মিত দি এরোস্টোক্রেট এগ্রো লিমিটেডের ফিস ফিড প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, এএসএস ওয়ালিউল্লাহ,  সেলিনা আক্তার, ফজলুল হক, কবির খান, বাংলাদেশ ব্যাংকের রংপুর অঞ্চলের ব্যবস্থাপক খুরশিদ আলম দি এরোস্টোক্রেট এগ্রো লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুজামান প্রমুখ।

৩৫০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির উপর স্থাপন করা হয়েছে এ প্রতিষ্ঠানটি। কাজ করছেন ২৭০ জন কর্মকর্তা-কর্মচারী।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।