ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই নির্বাচন

চেম্বার গ্রুপে উন্নয়ন পরিষদের সংখ্যাগরিষ্ঠতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, মে ২৩, ২০১৫
চেম্বার গ্রুপে উন্নয়ন পরিষদের সংখ্যাগরিষ্ঠতা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেডারেশন ভবন থেকে: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-১৭ সালের পরিচালনা পর্ষদের নির্বাচনে চেম্বার গ্রুপের ফলাফল পাওয়া গেছে।

চেম্বার গ্রুপের নির্বাচনে আবদুল ‍মাতলুব আহমাদের নেতৃত্বাধীন ব্যবসায়ী উন্নয়ন পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

১৬টি পরিচালক পদের মধ্যে উন্নয়ন পরিষদের ১২জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ পেয়েছে ৪ জন পরিচালক।

শনিবার (২৩ মে) রাত সোয়া ১১টার দিকে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এম আলী আশরাফ এমপি ফলাফল ঘোষণা করেন।

১৬তম পদে দুজন সমান ভোট পাওয়ায় প্রাথমিকভাবে ১৭ জনকে নির্বাচিত করা হয়েছে।

ব্যবসায়ী উন্নয়ন পরিষদের নির্বাচিতরা হলেন- মো. আমিনুল হক শামিম, দিলিপ কুমার আগারওয়াল, গাজী গোলাম আশরিয়া, শেখ ফজলে ফাহিম, মো. নিজাম উদ্দিন, প্রবীর কুমার সাহা, নুরুল হুদা মুকুট, হাসিনা নেওয়াজ, নাগিবুল ইসলাম দিপু, আলহাজ মো. বজিউর রহমান, মোহাম্মদ আনওয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু।

স্বাধীনতা পরিষদ- মনোয়ারা হাকিম আলী, মাসুদ পারভেজ খান (ইমরান), তবারকুল তোসাদ্দেক হোসেন খান টিটো, মো. কোহিনুর ইসলাম, আলহাজ মো, মাসুদ।  

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলী আশরাফ বাংলনিউজকে বলেন, যে দুজন সমানে ভোট পেয়েছেন তাদের ভোট পুনরায় গণনা করা হবে। যদি হেরফের হয় তবে পুনরায় ফলাফল ঘোষণা হবে। আর ভোট সমান হলে আইন অনুযায়ী নিষ্পত্তি হবে, তবে কোনভাবেই ১৬ জনের বেশি হবে না।

সমান ভোট পাওয়া দুজনই স্বাধীনতা পরিষদের প্রার্থী বলেও জানান তিনি।

শনিবার (২৩ মে) বিকেল সোয়া ৫টার দিকে এফবিসিসিআই নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হন। এর বাইরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে আরও ২০ জন মনোনীত পরিচালকসহ ৫২ জন নিয়ে এফবিসিসিআই বোর্ড গঠিত হয়।

পরিচালক নির্বাচন শেষে আগামী ২৫ মে সভাপতি, প্রথম সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন। সংগঠনের সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত হবেন চেম্বার গ্রুপ থেকে। আর প্রথম সহ সভাপতি নির্বাচিত হবেন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে।

নির্বাচনে ৩টি প্যানেল অংশ নিয়েছে। তবে সভাপতি পদে প্রার্থী রয়েছে দুটি প্যানেল থেকে। এর মধ্যে উন্নয়ন পরিষদ প্যানেলের নেতৃত্বে আছেন নিটল-টাটা গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। তিনি রাজশাহী চেম্বারের প্রতিনিধি হিসেবে নির্বাচন করছেন।

অপর প্যানেলে স্বাধীনতা পরিষদ প্যানেলের নেতৃত্বে আছেন এফবিসিসিআইর বর্তমান প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী। তিনি চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

 এ ছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আলাদাভাবে ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে আর একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেলে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, বাংলাদেশ কংক্রিট প্রোডাক্ট অ্যান্ড ব্লক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ড. কাজী এরতেজা হাসান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং প্রতিনিধি মো. শাফকাত হায়দার নেতৃত্বে আছেন।
 
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, মে ২৩, ২০১৫/আপডেট ০০৪৬ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।