ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশ ফেরতদের জন্য চাকরি মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ২৪, ২০১৫
বিদেশ ফেরতদের জন্য চাকরি মেলা ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশ ফেরত কর্মীদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতে দিনব্যাপী ‘চাকরি মেলা’র আয়োজন করেছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ)।
 
রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মেলার উদ্বোধন করেন বিইএফ’র সহসভাপতি সাবরিনা ইসলাম।


 
উদ্বোধনী বক্তব্যে সাবরিনা ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। প্রতি বছর যেমন নতুন করে কর্মীরা কাজ করতে যান, তেমনি অনেকের চাকরির মেয়াদ শেষ হলে দেশে ফিরে আসেন। ফিরে আসা এসব কর্মীরা আন্তর্জাতিকমানের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে থাকেন।
 
তিনি বলেন, এসব দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজে লাগানো গেলে দেশের শিল্প সম্প্রসারিত হবে। পাশপাশি অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবেন এসব কর্মী। এ চিন্তা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশ ফেরত কর্মীদের চাকরির ব্যবস্থা করে দিতে বিইএফ সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
 
মেলার আয়োজকরা জানান, বিদেশ ফেরত কর্মীদের চাকরির সুযোগ সৃষ্টি করতে দেশে প্রথমবারের মতো চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় স্কয়ার গ্রুপ, এসিআই লিমিটেড, বেক্সিমকো গ্রুপ, গ্যালারি অ্যাপেক্স, বেবীলন গ্রুপ, আবুল মোমেন লিমিটেডসহ ২০টি দেশি-বিদেশি কোম্পানি স্টল খুলেছে।
 
সরেজমিন দেখা যায়, এসব স্টলে চাকরি প্রত্যাশীরা ঘুরে ঘুরে তাদের জীবনবৃত্তান্ত (সিভি) দিচ্ছেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কর্মীরা মতবিনিময় করছেন। পরে কর্মীদের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজকরা।
 
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ও আইএলও’র সদস্য কামরান টি রহমান, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস বি রেডি, শ্রমিক নেতা ও এনসিসিডব্লিউই’র সভাপতি আব্দুল মুকিত খানসহ আরো অনেকে।
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ২৪, ২০১৫
টিএইচ/এসএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।