পঞ্চগড়: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, চলতি বছরেই বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর ব্যবস্থা করা হবে।
রোববার (২৪ মে) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ৯২ জন মানুষকে পুড়িয়ে হত্যা করার এই আন্দোলনকে বিএনপি কিভাবে গণতান্ত্রিক আন্দোলন বলছে তা আমার বোধগম্য নয়। এ ধরনের আন্দোলন যেন বিএনপি আর করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রী স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো ও কার্যক্রম ঘুরে দেখেন এবং বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা পুলিশ সুপার আবুল বালাম আজাদ, বন্দরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী জেলার একটি মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় যোগ দিতে পঞ্চগড় শহরের উদ্দেশে রওয়ানা দেন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এসআর/