ঢাকা: বরগুনা শহরের সদর রোডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১২১তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৪ মে) ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। বরং মানুষকে সুদের ভয়াবতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য থেকেই এ ব্যাংকটির প্রতিষ্ঠা।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বরগুনাবাসীকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা নেওয়ার উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নতি সম্ভব। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা জোনের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী রত্তন শিকদার, অধ্যক্ষ মো. আব্দুল জব্বার আকন্দ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. হাবীব উল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ২৪, ২০১৫
এটি