ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জার্মান রাষ্ট্রদূতের ওয়ালটন কারখানা পরিদর্শন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫
জার্মান রাষ্ট্রদূতের ওয়ালটন কারখানা পরিদর্শন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ। সে সময় তিনি ওয়ালটনের সম্প্রসারিত রেফ্রিজারেটর-৪ প্রকল্পের উদ্বোধনী ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।



নতুন প্রকল্পের উদ্বোধন এবং কারখানা পরিদর্শন শেষে প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত বলেন, ‘আধুনিক উদ্যোক্তাদের জন্য ওয়ালটন একটি উত্তম দৃষ্টান্ত। ওয়ালটনে এসে আমি অবাক হয়েছি; বিস্ময়কর ধারণা লাভ করেছি। ’

নতুন এবং উচ্চ প্রযুক্তির সমন্বয়ে রেফ্রিজারেটর তৈরির জন্য এই নতুন প্রকল্প ওয়ালটনকে অনেক দূর এগিয়ে নেবে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র এশিয়ায় এটি গ্রিন টেকনোলজির একটি মডেল হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পরির্দশন ও উদ্বোধনী কার্যক্রমে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন জার্মান ভিত্তিক কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক (স্পেশাল প্রোগ্রাম, হেলথ এন্ড সোস্যাল সিকিউরিটি) লিসা স্টেইনেচার এবং একই ব্যাংকের সিনিয়র ইনভেস্টমেন্ট ম্যানেজার আরিফ ইকবাল খান।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, নির্বাহী পরিচালক (ফিন্যান্স) আবুল বাশার হাওলাদার ও এসএম জাহিদ হাসান(পলিসি অ্যান্ড এইচআর), অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন), লে. কর্নেল (অব.) আব্দুল কাদের(ওয়ালটন হাইটেক), কর্নেল (অব.) শাহাদাত আলম (ওয়ালটন মাইক্রোটেক) প্রমূখ।

লিসা স্টেইনেচার বলেন, ওয়ালটন কারখানার ব্যবস্থাপনা এবং শ্রমিকদের পেশাদরিত্ব দেখে আমি সত্যিকারভাবে মুগ্ধ। বিশেষ করে এখানে পুরো কাজটা হচ্ছে সমন্বিতভাবে। সবকিছু একসঙ্গে তৈরি হচ্ছে। এটা দেখে সত্যিই খুব অবাক হয়েছি।

আরিফ ইকবাল খান বলেন, গত কয়েক মাস ধরে ওয়ালটন সম্পর্কে মুল্যায়নের কাজ করছি। ওয়ালটনের উৎপাদন, ব্যবসা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কাজ করেছি। সব দিক থেকেই অসাধারন সফলতার সঙ্গে এগোচ্ছে তারা।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম বলেন, ওয়ালটনের নতুন ফ্রিজ ফ্যাক্টরি হচ্ছে জার্মান পিইউ প্রযুক্তিতে। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত এই কারখানার পণ্য রপ্তানি হবে ইউরোপ আমেরিকাসহ উন্নত বিশ্বে।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, জার্মান রাষ্ট্রদূত ওয়ালটনের নির্মানাধীন কম্প্রেসার কারখানার অগ্রগতিও পরিদর্শন করেন। এশিয়ায় প্রথম আল্ট্রা মডার্ন টেকনো প্রসেসের এই কম্প্রেসার প্লান্ট হচ্ছে বাংলাদেশে। এখানে উৎপাদিত কম্প্রেসার স্থানীয় চাহিদা মিটিয়েও রপ্তানি হবে।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।