ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কালীগঞ্জে কেঁচো কম্পোস্ট সার উৎপাদনে ঋণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মে ৩১, ২০১৫
কালীগঞ্জে কেঁচো কম্পোস্ট সার উৎপাদনে ঋণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: পরিবেশ বান্ধব কেঁচো কম্পোস্ট সারের উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের লক্ষে উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও জনতা ব্যাংক লিমিটেড ঝিনাইদহ এরিয়া অফিসের সার্বিক সহযোগিতায় ঋণের এ অর্থ বিতরণ করা হয়।



রোববার (৩১ মে) বিকেলে কালীগঞ্জ পৌর অডিটরিয়াম ও কমিউনিটি সেন্টারে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় মহা-ব্যবস্থাপক মোস্তফা জালাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক ঝিনাইদহ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মুকুল হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও পুবালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় কৃষিকন্যা মর্জিনা বেগম কেঁচো কম্পোস্ট সারের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে কেঁচো কম্পোস্ট উৎপাদনের সঙ্গে জড়িত কৃষি ঋণ গ্রহণে আগ্রহী প্রায় ৫ জন উদ্যোক্তা ঋণ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ৪১ জন ঋণ গ্রহীতার মাঝে ১৮ লাখ ৫৪ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এছাড়াও কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক শাখার মাধ্যমে মোট ১৫০ জন গ্রহীতার মাঝে মোট ৭০ লাখ ১০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, কৃষি ফসল উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এবং মাটির জৈবিক গুণাগুণ বৃদ্ধিতে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ৩১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।