ঢাকা: ১০ শতাংশ হারে উৎসে কর আদায় থেকে ছাড় পাচ্ছে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন বাজেটে এ ছাড় দেওয়া হচ্ছে।
রোববার (৩১মে) এনবিআর সূত্র বিষয়টি জানিয়েছে।
২০১৪-১৫ অর্থবছরের বাজেটে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোকে ফার্ম বা কোম্পানি করদাতার মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর আদায়ের বিধান করা হয়েছিল।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ করের বিরোধিতা করে আসছিল প্রতিষ্ঠানগুলো। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তা প্রত্যাহার হচ্ছে।
এনবিআর সূত্র জানায়, উৎসে কর থেকে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোকে অব্যাহতির জন্য আয়কর অধ্যাদেশের ৫৩(ও) ধারা বিলুপ্ত করা হচ্ছে।
ধারাটি চলতি অর্থবছরে (২০১৪-১৫) সংযোজন করা হয়েছিল। ফলে আগামী অর্থবছরে শেয়ারবাজার থেকে কোন কোম্পানি বা ফার্মের উদ্ভূত মুনাফা নিজেদেরই নিজেদের আয়কর রিটার্নে দেখাতে হবে। সে অনুযায়ী পরবর্তীতে কর আদায় করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এডিএ/এমএ