ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা- গাজীপুরের ৩টি কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জুন ১, ২০১৫
ঢাকা- গাজীপুরের ৩টি কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা

ঢাকা: দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ঢাকা- গাজীপুরের ৩টি কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার( জুন ০১, ২০১৫)পরিবেশ অধিদপ্তরের পরিচালক(মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট)মোঃ আলমগীর, ঢাকা ও গাজীপুরের ৩টি কারখানার মালিক/প্রতিনিধি-কে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি গ্রহণ করে ২০ লাখ টাকা জরিমানা করেন।



অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কারখানাসমূহের মধ্যে- অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ছাড়া সরকার ঘোষিত নিষিদ্ধ মৌজায়(৩ নং ভবানীপুর মৌজা) কারখানা স্থাপন এবং অনুমোদনহীনভাবে দুটি বৃহদাকার জেনারেটরের শব্দ দূষণ করার অপরাধে (১) এলায়েন্স ব্যাগস লিঃ, মাহনা, ভবানীপুর, গাজীপুর-কে ১০ লাখ টাকা; (২) পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি নির্মাণ ব্যতিত ডাইং কারখানা পরিচালনার মাধ্যমে বুড়িগঙ্গা নদী দূষণের অপরাধে ঢাকা জেলার শ্যামপুর কদমতলী শিল্প এলাকার (২) চমক টেক্সটাইল মিলস (ডাইং)-কে ৮ লাখ টাকা এবং (৩) ঝিলিক  টেক্সটাইল মিলস (ডাইং)-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।