ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালের ভূমিকম্প দুর্গতদের ইসলামী ব্যাংকের সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুন ২, ২০১৫
নেপালের ভূমিকম্প দুর্গতদের ইসলামী ব্যাংকের সহায়তা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নেপালের ভূমিকম্প দুর্গতদের সহায়তায় ১ কোটি ৪৫ লাখ টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

এর মধ্যে ৮৫ লাখ টাকা নেপাল দূতাবাসের মাধ্যমে, ১৫ লাখ টাকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র মাধ্যমে ও ৪৫ লাখ টাকার ত্রিপল প্রদান করা হয়।



সোমবার (০১ জুন) রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠার হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন।

মঙ্গলবার (০২ জুন) ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট  নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুন ০২, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।