ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিআইপি মর্যাদা পেলেন চার প্রবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুন ২, ২০১৫
সিআইপি মর্যাদা পেলেন চার প্রবাসী

ঢাকা: প্রবাসে থেকেও দেশে বিনিয়োগ করায় চার প্রবাসী বাংলাদেশিকে সিআইপি সম্মাননা কার্ড-২০১৫ দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (০২ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান তাদের হাতে এ সম্মাননা কার্ড তুলে দেন।



সম্মাননাপ্রাপ্ত চার ব্যবসায়ী হলেন- আরিফ আহমেদ চৌধুরী, আসিফ আহমেদ চৌধুরী, বেগম সায়রা চৌধুরী ও মীর রাসেল সুজন। এরমধ্যে প্রথম তিনজন একই পরিবারের সদস্য।

অনুষ্ঠানে নজিবুর রহমান বলেন, দেশের ক্রমবিকাশমান অর্থনৈতিক অগ্রযাত্রায় মনোনীত সিআইপিদের দেশ-বিদেশের বহুমাত্রিক দক্ষতা, অভিজ্ঞতা, কর্মনিষ্ঠা ও প্রজ্ঞা বিনিয়োগকারীদের অনুপ্রেরণা যোগাবে।

প্রবাসী বিনিয়োগকারীদের নিজ দেশে বিনিয়োগে আকৃষ্ট করতেই এ সম্মাননা দেয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড ও মার্কিন ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগকারীকে এক বছরের জন্য নির্বাচন করে এ সম্মাননা দেওয়া হয়।

২০১৫ সালে সিআইপি সম্মাননার জন্য চার বিনিয়োগকারীকে নির্বাচিত করে আইআরডি।

অনুষ্ঠানে এনবিআর সদস্য (শুল্কনীতি) মো. ফরিদ উদ্দিন, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আব্দুর রাজ্জাক, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদা আখতার মীনা, আইআরডি-এর যুগ্ম সচিব পারভীন বানু ও আশরাফুন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ০২, ২০১৫
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।