ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভূমিকম্পে দুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ২, ২০১৫
ভূমিকম্পে দুর্গতদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক

ঢাকা: নেপালে ভূমিকম্পে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বেসরকারি শাহজালাল ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে ৫হাজার পিস কম্বল দিয়েছে ব্যাংকটি।



মঙ্গলবার (০২ জুন) ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠার কাছে দানকৃত কম্বলের একটি নমুনা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ০২, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।