সাতক্ষীরা: সাতক্ষীরায় বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে জেলা প্রশাসক নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অভিযানের উদ্বোধন করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হুমাউন কবির, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শামীম হাসান, সদর উপজেলা কৃর্ষি কর্মকর্তা আমজাদ হোসেন, জেলা মার্কেটিং অফিসার আকমল হোসেন, জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, কোষাধ্যক্ষ আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক এসএম বাপ্পী, খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক আলাউদ্দীন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে ১ হাজার ৫২৭ মেট্রিকটন ধান ও ৯ হাজার ৪৫৬ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২২ টাকা এবং চাল ৩২ টাকা দরে কিনবে সরকার।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এসআর/