ঢাকা: চলতি অর্থবছরের বাজেটে সরকার ব্যাংক খাতে ঋণ নেওয়ার প্রস্তাব করায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি হোসেন খালেদ বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে ডিসিসিআই বোর্ডরুমে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এ উদ্বেগের কথা জানান তিনি।
তবে প্রস্তাবিত বাজেটের কিছু ইতিবাচক দিক এবং অর্থনীতির চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আনা প্রস্তাবসমূহকে স্বাগত জানিয়েছে ডিসিসিআই।
হোসেন খালেদ বলেন, সরকার ব্যাংকিং খাত থেকে ৩৮ হাজার ৫শ’ ২৩ কোটি টাকা ঋণ নেবে। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে। যা দেশের জন্য উদ্বেগজনক।
এছাড়া দেশের সার্বিক উন্নয়নে বাজেটে আনা সবগুলো প্রস্তাবকেই স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসই/আইএ