কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত এলাকার হাট-বাজার থেকে ভারতীয় গরু করিডোর করার মাধ্যমে ১২দিনে ৪৭ লাখ ৬১ হাজার টাকা সরকারের রাজস্ব আদায় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, কাস্টমস বিভাগের মাধ্যমে ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত সীমান্তবর্তী হাট-বাজার দইখাওয়ারচর থেকে ৩ হাজার ২২৫টি, নারায়নপুর ১ হাজার ৮৭৯টি, ময়দান ৭৯৫টি, পাখিউড়ারচর ৪৫৭টি, ধলডাংগা ১৯৩টি, পাথরডুবি ১৭২টি, শালঝোড় ১০৪টি এবং দিয়াডাংগা হতে ৩১৫টি গরুর করিডোর করা হয়েছে।
এসব এলাকার ৭ হাজার ১৪০টি গরু থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়াও উল্লিখিত সময়ে কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্বপাড়ের চেক পোস্ট থেকে ২ হাজার ৩৮২টি গরুর করিডোর করে ১১ লাখ ৯১ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। সব মিলিয়ে মোট রাজস্ব আদায় হয়েছে ৪৭ লাখ ৬১ হাজার টাকা।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক জাকির হোসেন বাংলানিউজকে জানান, রাজস্ব বোর্ডের মাধ্যমে ভারত গরু থেকে ১২দিনে ৪৭ লাখ ৬১ হাজার টাকা আদায় করা হয়েছে। বর্তমানে ভারতীয় গরু বেশি আসায় করিডোরে রাজস্ব আদায় বেড়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এসএইচ