ঢাকা: নিত্য-নতুন পোশাকের চাহিদা পূরণে রাজধানীর শ্যামলীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো শাহ’স ফ্যাশন।
শুক্রবার (০৫ জুন)রাত ৮টায় শ্যামলী স্কয়ারে এর উদ্বোধন করেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর এইচ আর ভূঁইয়া।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ থাই দূতাবাসের কর্মকর্তা (ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশনাল) শাহিনা আক্তার।
শাহ’স ফ্যাশনের স্বত্ত্বাধিকারী শাহ মমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কমোডর এইচ আর ভূঁইয়া বলেন, আজ ছোট পরিসরে শাহ’স যাত্রা করলো। তাদের এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি।
‘আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই পুরো দেশে শাহ’স ফ্যাশন একটি ব্র্যান্ডে পরিণত হবে। সুযোগ পেলে শাহ’স আন্তর্জাতিক বাজারেও অংশ নিতে পারবে,’ যোগ করেন তিনি।
শাহ মমিনুল ইসলাম চৌধুরী জানান, হাল আমলের নকশা আর ডিজাইনকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সব বয়সী মানুষের পোশাকও থাকছে।
শাহ’স ফ্যাশনে ডিজাইনার হিসেবে আছেন আর আই হাছান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ক্যাট ওয়াক। এতে দেশের নামকরা মডেলরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
ইউএম/এমএ